ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচন অফিসের সেবার মানে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অতীতে অভিযোগের তীর যেদিকে ছিল, বর্তমানে সেই অফিস দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করে জনগণের আস্থা অর্জন করেছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমানের উদ্যোগে অফিসের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। সরেজমিনে দেখা গেছে, একটি কার্যকর হেল্পডেস্ক চালু থাকায় সেবাগ্রহীতারা সহজেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, এবং প্রবাসীদের সেবাসহ সব কাজ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হচ্ছে।
একজন সেবাগ্রহীতা মনি মুন্সী বলেন, “আমার এনআইডি সংশোধন দ্রুত হয়ে গেছে, কোনো ঝামেলা হয়নি।”
উপজেলার আরও অনেকেই এমনই অভিজ্ঞতার কথা জানান।
উপজেলা নির্বাচন অফিসার ইমরানুর রহমান জানান, গত ৭ মাসে ১৯০০ নতুন ভোটার অন্তর্ভুক্তি, ৬০০ মাইগ্রেশন, এবং প্রায় ১৫০০ এনআইডি সংশোধন সম্পন্ন হয়েছে। তিনি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছেন।
এভাবে সালথার নির্বাচন অফিস সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য অঞ্চলের জন্যও হতে পারে এক অনুপ্রেরণার উৎস।