মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে মাদারীপুর শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের স্থানীয় সরকার শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক হাবিবুল আলম।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং কো-অর্ডিনেটরদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। বিশেষভাবে, নভেম্বর মাসের মামলার কার্যক্রমে প্রথম স্থান অর্জনকারী কালকিনি ডাসার উপজেলার কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক।
পুরস্কার গ্রহণের পর নাসির উদ্দিন লিটন বলেন, “ভালো পারফরমেন্স করার জন্য আমি সবসময় চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমার কাজের অনুপ্রেরণা বাড়াবে। সবার কাছে দোয়া চাই, যেন আরো ভালো কাজ করতে পারি।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান, কো-অর্ডিনেটর সুরভি আক্তার এবং মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটররা। সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।