আরমান মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:
চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রধান আসামি চন্দন (৩৮) অবশেষে কিশোরগঞ্জের ভৈরবে গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ভৈরব রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া জানিয়েছেন, চন্দন রেলস্টেশন থেকে নেমে মেথরপট্টিতে অবস্থিত তার শ্বশুরবাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে সন্ধ্যা থেকেই রেলস্টেশনে অবস্থান নেয় এবং রাত ১১টার দিকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনজীবী সাইফুল হত্যা মামলার ১ নম্বর আসামি চন্দন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। চট্টগ্রাম ডিবি পুলিশ গত দুই দিন ধরে ভৈরবে অবস্থান করে তার খোঁজ করছিল। চন্দনকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ হত্যাকাণ্ডের পটভূমি হিসেবে জানা যায়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।