আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। রক্তদান সমিতির উদ্যোগে এ শোভাযাত্রাটি আয়োজিত হয়।
শোভাযাত্রাটি বিকেল ৩টায় শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রায় ব্যানারে লেখা ছিল, “মানবিক বিশ্ব গড়তে স্বেচ্ছাসেবকের বিকল্প নেই”, যা দিবসটির গুরুত্বকে আরো উজ্জ্বল করে তোলে।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবকদের কাজের প্রতি সম্মান জানিয়ে পালিত হয়। দিনটি উদযাপনের মাধ্যমে সংগঠনের সদস্যরা সমাজে মানবসেবার বার্তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।