কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সম্মেলন ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গোল্ডেন স্পুন কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় এই সম্মেলন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মো. হাসান সরদার জুয়েল, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ এবং কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য মো. মোকলেছুর রহমান, মো. আলতাফ হোসেন ও মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মো. তরিকুল ইসলাম তরুণকে সভাপতি এবং মো. জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নতুন নেতৃত্বের ওপর কুমিল্লা জেলা কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।