সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

নিকলী ও করিমগঞ্জে জলমহালে বিষ প্রয়োগ, দুই কোটি টাকার মাছ নিধনের অভিযোগ

আরমান মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াজান সরকারি জলমহালে বিষ প্রয়োগ করে প্রায় দুই কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (৪ ডিসেম্বর) ভোরে জলমহালের মাছ মরে ভেসে ওঠে। স্থানীয় সূত্র জানায়, এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে জলমহালে বিষ প্রয়োগ করা হয়।

জলমহালের ইজারা অংশীদার নজরুল ইসলাম খোকন জানান, বুধবার ফজরের সময় পাহারাদাররা ফোন করে মাছ মরে ভেসে ওঠার বিষয়টি জানায়। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছে।

ছনকান্দা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লিটন বর্মনের নামে ৩৭ একর ৪৭ শতাংশ আয়তনের জলমহালটি ভূমি মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পের আওতায় ছয় বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল। ইজারা অংশীদার বিজয় বর্মন জানান, প্রথম বছরের জন্য ৩৪ লাখ ২১ হাজার ৩৯৫ টাকা পরিশোধ করে মাছ চাষ শুরু করা হয়। রুই, মৃগেল, আইর, কার্পসহ প্রাকৃতিক নানা প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল, যা অল্প সময়ের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে উঠত।

তিনি বলেন, “মাছ চাষে আমাদের প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়েছে। বিষ প্রয়োগের ফলে সব মাছ মরে যাওয়ায় আমাদের দুই কোটি টাকার ক্ষতি হলো।”

আরেক অংশীদার জাফর মিয়া বলেন, “পূর্ব শত্রুতার কারণে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের পথে বসার অবস্থা হয়েছে।”

করিমগঞ্জের গুণধর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মিলন মিয়া জানান, জলমহাল নিয়ে একটি পক্ষের সঙ্গে মামলা চলছিল। প্রতিপক্ষই এ ধরনের ক্ষতি করেছে বলে তাদের ধারণা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে তিনি জানান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন জানান, ঘটনাটি নিকলী থানার আওতাভুক্ত। তবে এ বিষয়ে কেউ করিমগঞ্জ থানায় কোনো অভিযোগ করেনি।

নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিষ প্রয়োগে মাছ নিধনের এই ঘটনা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলেছে বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page