সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং উগ্রবাদীদের আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শাখার আহ্বায়ক নিতাই রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট স্বাধীন সরকার এবং চৌধুরী বাড়ি দুর্গা মন্দির কমিটির সভাপতি ননি গোপাল বিশ্বাস।

সমাবেশে বক্তারা বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেন। কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page