সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি)-এর উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে জার্সি ও ক্যাপ উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউবি’র সভাপতি গণেশ দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের জার্সি ও ক্যাপ উন্মোচন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘কর্মব্যস্ত জীবনে সাংবাদিকদের খেলাধুলা ও বিনোদন প্রয়োজন। এই আয়োজন ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেইউবি’র সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক ও সেক্রেটারি একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এ আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি কর্মজীবনের বাইরে আনন্দঘন সময় কাটানোর সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।