নিজস্ব প্রতিবেদক:
আজ (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও প্রচারণায় নিষেধাজ্ঞা দিয়েছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে প্রসিকিউশন টিমের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
একইসঙ্গে ট্রাইব্যুনাল গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে প্রচারিত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দিয়েছে।
প্রসিকিউশন টিম দাবি করে, এসব বক্তব্য জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এই আদেশের ফলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের বক্তব্য প্রচারে সীমাবদ্ধতা আরোপিত হলো।