সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেক্স:
দুর্দান্ত বল ও ব্যাটিংয়ের প্রদর্শনীতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ যুবা দল। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই বিপর্যস্ত। দলটি ৭ রানে ২ উইকেট হারায়। দুই ওপেনারই শূন্য রানে ফেরেন। এরপর ৫৩ রানের মধ্যেই চার উইকেট হারানো পাকিস্তান পুরো ম্যাচেই প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। তিনে নামা রিয়াজুল্লাহ সর্বোচ্চ ২৮ রান করেন। অধিনায়ক সাদ বেগ যোগ করেন ১৮ রান। তবে অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলায় দলটি একশ পেরোয়।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন। তিনি ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নেন ২ উইকেট।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে উইকেট হারালেও সহজ জয় নিশ্চিত করে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ ব্যাটিং করেন। তিনি ৪২ বলে হার না মানা ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। ওপেনার জাওয়াদ আবরার ১৭ রান এবং মোহাম্মদ শিহাব ২৬ রান যোগ করেন।

অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হাতে রেখে হারায় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৮ ডিসেম্বর ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে বাংলাদেশ ও ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page