সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

শীতবস্ত্র বিতরণ শুধু করুণা নয়, নৈতিক দায়িত্ব: সাংবাদিক শাহিন খান

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন দৈনিক আজকালের খবর এবং সংবাদ সারাবেলা-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিন খান।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের নিজ বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষের মাঝে শীত নিবারণের জন্য এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিন খানের বাবা দুলাল খান, চাচা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নূর মোহাম্মদ খান, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম খান এবং তার পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিক শাহিন খান বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা আমাদের সমাজেরই অংশ। শীতবস্ত্র বিতরণ শুধুই করুণা নয়, বরং এটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page