নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৭ ডিসেম্বর) ভোরে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় সংঘর্ষটি ঘটে। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম (৩২)। তারা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহামেদ রাজুর একসময়কার সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও বাসেদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে এই বিরোধ আরও তীব্র হয়।
সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত আবিদ হাসান রুবেল কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
শনিবার ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে সাবেক ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুরা থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।