সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) ঢাকার মতিঝিলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের অনুমোদনে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. ফায়েজুল কবিরকে সভাপতি এবং মোহাম্মদ ইমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন ফকির লিটন, রফিকুল ইসলাম রাজা, এবং ইমতিয়াজ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত, সাইফুল ইসলাম নয়ন, এবং মোহাম্মদ মামুন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সবুজ মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সালেহ মুসা দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন সৈয়দ রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আবির হাসান, এবং কোষাধ্যক্ষ এস.এম. আজাহার হোসেন। ক্রীড়া সম্পাদক হিসেবে মুন্না শরীফ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. বজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে চায়না শেখ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. জুয়েল হোসেন জয় মনোনীত হয়েছেন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সুজন হোসেন এবং সাধারণ সদস্য হিসেবে মীর মফিজুল ইসলাম ইমরান, রবিউল ইসলাম, ও তুহিন মৃধা জায়গা পেয়েছেন।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল, সুবল বিশ্বাস, নাজমুল হোসেন বাসু, আয়েশা আকাশী, বেলাল রিজভী, এস.এম. আরাফাত হাসান এবং এইচ.এম. মিলন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে মাদারীপুরের প্রতিটি উপজেলায় কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। সংগঠনটি দেশের গণমাধ্যমকর্মীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page