কিশোরগঞ্জ প্রতিনিধি:
সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান হারুন অর রশিদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ২১ অক্টোবর সিআইসি থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে হারুন অর রশিদের ব্যক্তিগত হিসাব ছাড়াও তার বাবা-মা, স্ত্রী, সন্তান এবং বোনের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের যৌথ নামে অথবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ দুর্নীতি ও সম্পদের অস্বচ্ছ লেনদেনের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জব্দ করা হিসাবের লেনদেন বিবরণী ও অন্যান্য তথ্য দ্রুত সিআইসিতে জমা দিতে বলা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট হিসাব পর্যালোচনা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কী অভিযোগের ভিত্তিতে বা কোন তদন্তের অংশ হিসেবে এই নির্দেশনা এসেছে, তা স্পষ্ট নয়।
অর্থনীতিবিদ ও আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ সাধারণত বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগের ক্ষেত্রে নেওয়া হয়। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে এই জব্দের চূড়ান্ত ফলাফল।
এ বিষয়ে এখনও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।