নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের গুমানী নদীর উপর একটি সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ধামাইচ বাজার খেয়াঘাট থেকে হেমনগর পর্যন্ত পারাপারের জন্য এলাকাবাসী বাঁশের সাঁকো বা নৌকার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, বাঁশের সাঁকোটি দিয়ে শুধু পায়ে হেঁটে মানুষ পারাপার করতে পারছে। মোটরসাইকেল বা সাইকেল নিয়ে পারাপার সম্ভব হলেও পণ্যবাহী যানবাহন চলাচল একেবারেই অসম্ভব। স্থানীয় বাসিন্দারা জানান, গুমানী নদীর দুই পাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সাঁকো পার হতে হয়। বর্ষাকালে খেয়াঘাটে নৌকা পেতে দেরি হলে সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না।
গুমানী নদীর দুই পাশে পাকা সড়ক থাকলেও একটি সেতুর অভাবে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী মো. ফজলুল হক জানান, ধামাইচ বাজার খেয়াঘাটে সেতু নির্মাণের ডিজাইন প্রস্তুত করা হয়েছে। তবে এখনও কোনো প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়নি। তিনি আশ্বস্ত করেন, জনস্বার্থে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।
এলাকাবাসীর আশা, এ দাবি আরেকটি প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়িত হবে।