সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সেন্টমার্টিনে পর্যটন ব্যবসায় অস্থিরতা: দ্বীপবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে ১ ডিসেম্বর। যদিও সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হয় এই মৌসুম, কিন্তু এবার নানা প্রশাসনিক জটিলতার কারণে তা পিছিয়ে গেছে। গত ৮ দিনে চারটি জাহাজে করে সেন্টমার্টিনে গেছেন মোট ৭,১০৫ জন পর্যটক। এর মধ্যে প্রতিদিন গড়ে ১,০০০ জনেরও কম পর্যটক দ্বীপে যাচ্ছেন।

সেন্টমার্টিনের জাহাজ মালিকদের সংগঠন সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, পর্যটকের সংখ্যা কম থাকার পেছনে কড়াকড়ি নিয়ম ও ভ্রমণের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা অন্যতম কারণ। জাহাজের টিকিট কাটলেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে পর্যটকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

১৭ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় ১০,৫০০ মানুষের বসবাস। তাদের বেশিরভাগই পর্যটন খাতের উপর নির্ভরশীল। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৫ মাসের পর্যটনের আয়ে দ্বীপবাসী তাদের সারা বছরের জীবিকা নির্বাহ করেন। এবার মাত্র দুই মাসের জন্য পর্যটকদের অনুমতি দেওয়া হয়েছে, যা দ্বীপের অর্থনীতিতে বড় আঘাত আনবে।”

দ্বীপের রেস্তোরাঁ মালিক আবু তালেব জানান, পর্যাপ্ত পর্যটক না থাকায় তার আয় ব্যাপকভাবে কমে গেছে। তিনি বলেন, “এ বছর পর্যটকদের সংখ্যা এত কম যে বুঝতে পারছি না, দুই মাসের আয়ে সারা বছর চলবে কি না।”

একই অবস্থা ইজিবাইক চালক গফুর মিয়ার। তিনি বলেন, “পর্যটকদের ভাড়ায় আমাদের সংসার চলে। আগে প্রতিদিন ১০-২০ হাজার পর্যটক আসত, এখন ১ হাজারও আসে না।”

দ্বীপের ২১৭টি হোটেল ও কটেজের বেশিরভাগই পর্যটক সংকটে খালি। কটেজ মালিক আবদুল মজিদ বলেন, “অনেকে এবার সংস্কার করেননি। যারা করেছেন, তাদেরও পর্যটকের অভাবে লোকসান গুনতে হচ্ছে।”

দ্বীপবাসীর দাবি, পর্যটন সীমিতকরণ ও রাত্রিযাপনের কড়াকড়ি শিথিল করা হোক। তাদের মতে, পর্যটন ব্যাহত হলে দ্বীপের অর্থনীতি ভেঙে পড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ভয়াবহ প্রভাব পড়বে।

সরকারি সিদ্ধান্ত পরিবর্তন না হলে সেন্টমার্টিনের পর্যটন খাতের সংকট আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page