কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে তাকে সিজিএম আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে দুপুরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং সদর থানায় হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গত ৪ আগস্ট পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়।
র্যাব-১৪ এর একটি বিশেষ দল র্যাব-১ এর সহায়তায় গত ৯ অক্টোবর ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করে।
আদালত সূত্রে জানা যায়, মামলার নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী আগামী শুনানির দিন পর্যন্ত তিনি কারাগারে থাকবেন।