স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে আতালান্টার বিপক্ষে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে রিয়াল মাদ্রিদের শিবিরে ফিরেছে স্বস্তি। তবে ম্যাচের শুরুতেই কিলিয়ান এমবাপ্পের চোট নতুন দুশ্চিন্তা বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
ম্যাচের ৮তম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৩৬তম মিনিটে কোমরে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার পরিবর্তে চোট কাটিয়ে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, এমবাপ্পের চোট গুরুতর মনে হয়নি। তবে বিস্তারিত পরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হবে।
বাকি দুটি গোল করেন বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস। আতালান্টার হয়ে গোল শোধ দেন স্কালভিনি ও লুকমান। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় রিয়াল।
এই জয়ে রিয়াল মাদ্রিদ ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে। শেষ ষোলোয় সরাসরি জায়গা পেতে হলে শীর্ষ আটে উঠতে হবে। কিন্তু সেই অবস্থান থেকে তারা তিন পয়েন্ট দূরে। বাকি দুটি ম্যাচে রিয়ালের সামনে কঠিন সমীকরণ অপেক্ষা করছে।