কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ আসাদুজ্জামান আসাদকে সভাপতি এবং পরিতোষ চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের এই কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আজিজুল হক শাহজাহান এবং সদস্য সচিব হাজী মোহাম্মদ আলীর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ কুদ্দুছ রতন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, মসূয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গোলাপ মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন রুমী এবং জালালপডুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু।
উপস্থিত নেতারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।