কুবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চালুর দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে গুচ্ছ পদ্ধতিতে থাকার কারণে দীর্ঘসূত্রতা, প্রশ্নপত্রের বৈচিত্র্যের অভাব, মেধার সঠিক মূল্যায়ন না হওয়া, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা হারানো, বিদেশি শিক্ষার্থীদের জটিলতা এবং সময় অপচয়সহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়। এছাড়া, স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চালুর পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার আয়োজনের দাবি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী জানান, তিনি শুরু থেকেই গুচ্ছ পদ্ধতিতে না থাকার পক্ষে ছিলেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে আপাতত গুচ্ছ পদ্ধতিতে থাকতে হচ্ছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার উপাচার্যদের বৈঠকে আলোচনা হবে।