সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

ভারতের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক:
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়ালে ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১১ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করিনি। ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা দেশের মানুষের সঙ্গে নয়, শেখ হাসিনা ও তাদের লোকজনের সঙ্গে বন্ধুত্ব করে। শুভেন্দু ও মমতা এই বন্ধুত্বের আড়ালে নানা ষড়যন্ত্রে লিপ্ত।”

ভারতে চিকিৎসা বন্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা মনে করছে, বাংলাদেশি জনগণ এতে অস্থির হয়ে পড়বে। কিন্তু দেশের মানুষ এতে উদ্বিগ্ন নয়, বরং আনন্দিত। আমাদের নিজেদের অনেক মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। ভারতের অহংকার করার কিছু নেই।”

তিনি আরও বলেন, “ভারতের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব।”

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম মানিক এবং দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সহ-সভাপতি আলী হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page