নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, তিনি এক অনুষ্ঠানে “আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো” বলে মন্তব্য করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ অভিযোগ উত্থাপন করেন আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
আনিসুর রহমান অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় ইউএনও আল মামুন এই বক্তব্য দেন। অভিযোগ শুনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাৎক্ষণিকভাবে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে ইউএনও আল মামুন বলেন, “আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনের সময় বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। হয়তো তাদের ভুল ব্যাখ্যা থেকে এ অভিযোগ উঠেছে।”
উল্লেখ্য, আল মামুন প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি চলতি বছরের ৯ সেপ্টেম্বর সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।