রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

যুক্তরাষ্ট্রের এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে’র পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তবে শপথের আগেই রে জানিয়ে দিলেন, তিনি জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পর পদ থেকে সরে দাঁড়াবেন।

গত বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমরা যেভাবে কাজ করি, সেখানে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজ করবো, তারপরই পদত্যাগ করবো।”

রে’র এ বক্তব্যের পর সভায় উপস্থিত সদস্যরা তাকে করতালি দিয়ে অভিবাদন জানান এবং আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পই ক্রিস্টোফার রে’কে ১০ বছরের জন্য এফবিআই পরিচালক হিসেবে নিয়োগ দেন। তবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর রে’র নেতৃত্বে এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে। এ কারণে ট্রাম্প রে’র সমালোচনা করেন এবং সম্প্রতি তাকে বরখাস্ত করার ইঙ্গিত দেন।

এদিকে ট্রাম্প ইতোমধ্যে এফবিআইয়ের পরবর্তী পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলকে মনোনীত করেছেন। তবে রে’র সময়কালের মতো এ পদে নতুন নেতৃত্ব কীভাবে কাজ করবেন, তা নিয়ে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page