ক্রীড়া প্রতিবেদক:
সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সেন্ট কিটসে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে টাইগাররা হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে লড়াকু ইনিংস উপহার দেয়।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ওপেনিংয়ে তানজিদ হাসান এবং তিনে নামা লিটন দাস শূন্য রানে আউট হন। শুরুতেই ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজের জুটিতে ধসে যাওয়া ইনিংস কিছুটা মেরামত হয়।
সৌম্য সরকার ৭৩ বলে ৭৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন, যা দলকে বিপর্যয় থেকে বের করে আনার ইঙ্গিত দেয়। তবে তিনি ফিরে যাওয়ার পর দ্রুতই দলীয় স্কোর ১৭১ রানে গিয়ে থামে, যখন আফিফ হোসেনও আউট হন।
শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলীর অনবদ্য জুটি টাইগারদের সম্মানজনক স্কোরে নিয়ে যায়। মাহমুদুল্লাহ অপরাজিত ৮৪ রান করেন ৬৩ বলে, আর জাকের আলী ৫৭ বলে করেন অপরাজিত ৬২ রান। এই জুটি শেষ পর্যন্ত ১৫০ রানের পার্টনারশিপ গড়ে দলকে ৩২১ রানে পৌঁছে দেয়।
বাংলাদেশের বোলিং আক্রমণে পরিবর্তন আনা হলেও ম্যাচের চ্যালেঞ্জিং লক্ষ্য ধরে রাখতে বোলারদের দারুণ পারফরম্যান্স প্রয়োজন। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ক্যারিবিয়ানদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে টাইগারদের লড়াইয়ে মাঠে নামতে হবে সেরাটা দিয়ে।