সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

কটিয়াদিতে শত বছরের পুরোনো রাস্তা বন্ধ, বিপাকে ছয় পরিবার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ মুমুরদিয়া গ্রামে শত বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ছয়টি পরিবার বর্তমানে চরম বিপাকে রয়েছে।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত ফজলুর রহমান (পিতা: মৃত মুসলেহ উদ্দিন) সম্প্রতি রাস্তার পাশের জমি ক্রয় করেন এবং তা নিজের বলে দাবি করে রাস্তা বন্ধ করে দেন। রাস্তার পাশাপাশি দেলোয়ার হোসেন দিলীপ (৬২) নামে এক ব্যক্তির একমাত্র আয়ের উৎস চায়ের দোকানও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

দেলোয়ার হোসেন ইসলাম ধর্ম গ্রহণের আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার পৈতৃক সূত্রে পাওয়া ৫৫ শতাংশ জমির ওপর শত বছর ধরে তাদের বসবাস। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে গত ৯ ডিসেম্বর কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন দেলোয়ার। পরে শনিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান।

দেলোয়ার হোসেনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি পুকুর ভরাট করে রাস্তা ও আশপাশের জায়গা নিজের বলে দাবি করছেন এবং দুই মাস আগে রাস্তার ওপর বাঁশের বেড়া দেন। এতে তাদের চলাচল বন্ধ হয়ে গেছে এবং মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

স্থানীয় সাবেক মেম্বার জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, “এই রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার বেশ কয়েকটি পরিবার ব্যবহার করে আসছে। ফজলুর রহমান জমি কেনার পর থেকে পুরো জায়গা নিজের বলে দাবি করছেন। আমরা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।”

অন্যদিকে, অভিযুক্ত ফজলুর রহমান জানান, তিনি নিজের জমিতে বেড়া দিয়েছেন এবং দেলোয়ারকে সরে যেতে বলেছিলেন। তবে অভিযোগকারীদের দাবি ভিন্ন।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে ছয়টি পরিবারের দুর্ভোগ লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page