নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম সভাপতি এবং দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হোটেল শেরাটনের ৭ম তলায় কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে সংগঠনের বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। সভাটি সংগঠনের নির্বাচন কমিশনের আহ্বানে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজকর্মী আবদুর রহমান রুমী। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ডা. ফারুক আহমেদ ও মো. বদরুল হুদা সোহেলের যৌথ সঞ্চালনায় কণ্ঠভোটের মাধ্যমে কমিটি চূড়ান্ত করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে শফিক আদনান সিনিয়র সহ-সভাপতি, আলী রেজা সুমন সহ-সভাপতি, সাজন আহম্মেদ পাপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতা মোহাম্মদ উবায়েদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল হাসান রোকেল এবং সাংবাদিক কল্যাণ সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার মিতু নির্বাচিত হন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোবারক হোসেন, উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাহিত্য সম্পাদক মু. ওয়াজেদ আলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, প্রশিক্ষণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আবদুর রহমান রুমী, মো. বদরুল হুদা সোহেল, তাফসিলুল আজিজ, মো. আনোয়ারুল কিবরিয়া এবং শহীদুজ্জামান শুভ দায়িত্ব গ্রহণ করেছেন।
সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে “সত্য প্রকাশে ঐক্যবদ্ধ” স্লোগানে গত ২৮ অক্টোবর কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছিল।