সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও গ্রেফতার অভিযান বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এর কার্যক্রম শীঘ্রই দৃশ্যমান হবে।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু সদস্য এখনো বিভিন্ন গোষ্ঠীকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন এবং মিছিল-সমাবেশের আয়োজন করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতারে কোনো আপস করা হবে না।”
ছাত্রলীগ সম্পর্কিত সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবির প্রসঙ্গে তিনি জানান, “ছবিটির সত্যতা নিয়ে সংশয় রয়েছে। গোয়েন্দা সংস্থার মতে এটি ভিন্ন সময়ের ছবি বা সম্পাদিত হতে পারে।”
আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। অতীতে ঘোষিত অনেক কর্মসূচি বাস্তবায়িত হয়নি, তবে এবারের বিষয়েও নজর রাখা হচ্ছে।”
সরকারের পক্ষ থেকে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে গ্রেফতার অভিযানে কোনো ধরনের শিথিলতা রাখা হবে না বলে জানান তিনি।