রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ২০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, “সোহরাওয়ার্দী উদ্যান মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এখানে কিশোর থেকে নারী, সবাই মাদক সেবন করছে। এতে সাধারণ মানুষ যারা ঘুরতে আসে, তারা ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে।”
এই অভিযানে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্য এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন। ওসি জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যান দীর্ঘদিন ধরে মাদকসেবীদের সক্রিয়তার কারণে নিরাপত্তা ও জনসাধারণের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। এ অভিযান সেসব সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।