দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান, “খুব আনন্দ নিয়ে শুটিং করছিলাম। দুর্ভাগ্যবশত একটি দৃশ্যের শুটিংয়ের সময় স্কুটি দুর্ঘটনা ঘটে। আল্লাহর রহমতে অপূর্ব ভাই বড় কোনো আঘাত পাননি। তবে পাভেল ও ফারিণ কিছুটা আহত হয়েছেন। ডাক্তার জানিয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।”
অভিনেতা পাভেল তার ফেসবুক স্ট্যাটাসে জানান, “আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কঠিন সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। সবাই ‘হাউ সুইট’-এর সঙ্গে থাকুন এবং আমাকে দোয়ায় রাখুন।”
নির্মাতা কাজল আরেফিন অমি এর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তার নতুন প্রজেক্ট ‘হাউ সুইট’-এর শুটিং এখন অব্যাহত রয়েছে।
আশা করা হচ্ছে, দুর্ঘটনায় আহতরা দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন এবং ‘হাউ সুইট’ দর্শকদের জন্য একটি চমৎকার উপহার হয়ে উঠবে।