কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। মা-শিশু স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রম আরও বেগবান করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গত মিটিংয়ের রেজুলেশন পাস করা হয়।
সভায় জেলা প্রশাসক গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সজাগ থেকে কাজ করতে হবে।”
এ সময় কক্সবাজার সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার বলেন, “পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সভায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এবং জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সমন্বয় সভা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রম আরও উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।