সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও এক কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

বিকেল সাড়ে তিনটার দিকে ভাঙ্গার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাতপরিচয় একটি পরিবহন মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর এলাকার খন্দকার মামুনুর রহমান (৪৫) ও চরভদ্রাসনের মো. গুপি শেখ (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেলটি ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। নওপাড়া বাসস্ট্যান্ডে একটি পরিবহন ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক পরিবহনটি পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই দিনে দুপুরে নগরকান্দার কলেজ বালিয়া এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ মাতুব্বর (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়।

নিহত খালিদ মাতুব্বর কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বেলায়েত মাতুব্বরের ছেলে। তিনি নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ উভয় ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page