নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
মহান বিজয় দিবস উপলক্ষে কটিয়াদীতে জাতীয় নাগরিক কমিটি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের স্থানীয় নেতারা। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠক জিসান আজাদ, আব্দুল্লাহ আল মামুন শাকিল, ইমরানুল হক দিদার, ডা. শামীম ভূঁইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন খান রাব্বী, রাহুল খান, রাজিব ভূঁইয়া প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা চব্বিশের জুলাই অভ্যুত্থানকে একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের উদ্দেশ্য বাস্তবায়নকেই নিজেদের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।