বাগেরহাট প্রতিনিধি:
ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভাজনের চক্রান্ত প্রতিরোধ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বাগেরহাটের মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মোংলা প্রেসক্লাবের সামনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) আয়োজিত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে যে বিভাজন তৈরির অপচেষ্টা চলছে, তা আমাদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
“সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এবং “সম্প্রীতির পথে, এগিয়ে চলি একসাথে” স্লোগানে কর্মসূচি চলাকালে বক্তারা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির পৌর সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক শাজাহান ফকির, বাবলু ভূঁইয়া, পৌর মহিলা দলের সহ-সভানেত্রী দুলিয়া সরদার দুলি, পিএফজি অ্যাম্বাসেডর ও চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি সাকির হোসেন, মাওলানা মাহামুদুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মো. নাছির মোসাল্লী, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাচ্চু এবং এমআইপিএস প্রকল্পের ফিল্ড কর্মকর্তা মো. রেজবিউল কবির প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।