সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

শহিদ আবু সাঈদকে নিয়ে মুক্তিযোদ্ধার কটুক্তি ও বিতর্কিত স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ-স্মারকলিপি

কিশোরগঞ্জ প্রতিনিধি:
২০২৪ এর জুলাই বিপ্লবের অন্যতম নায়ক বীর শহীদ আবু সাঈদকে নিয়ে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ডিসি এবং এসপির সামনে কটুক্তি ও বিতর্কিত স্লোগানের প্রতিবাদে কতিপয় মুক্তিযোদ্ধাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়,মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিতর্কিত স্লোগান ব্যবহার করেছে তাঁদের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, সেই সাথে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক সকলকে তাদের অবস্থান পরিষ্কার করে জনসম্মুখে ক্ষমা চাইতে প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ আশা করছে। বর্তমান নিরপেক্ষ সরকারের আমলে ফ্যাসিবাদের স্লোগান ব্যবহার অত্যন্ত নেক্কারজনক বলেও উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

বিক্ষোভ মিছিল ও স্নারকলিপি প্রদানে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ১৬ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য দেন। তাঁদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি ছিদ্দিক ও ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য দেন। ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য শেষ করার সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

এ সময় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুন মিয়া,ফয়সাল প্রিন্স, নাহিনূর রশিদ খান, মির্জা মোফাজ্জল হোসেন বেগ, অলিদ, সোহাগ, সাদ, ফারদিন, নাহিদ হাসান, আয়াতুল্লাহ, আনিকা, ইকরা, কারিমা, তৌফিক, অন্তরা, পারভেজ, অন্তর, সায়ান, হাসান, তিহান, শান্ত, সামিদসহ আরো অনেকেই।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page