নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে চলতি মৌসুমে সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবং সরকারি প্রণোদনার ফলে এবার জেলায় সরিষা চাষের পরিমাণ বেড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সিরাজগঞ্জে ৮৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ২৯০ হেক্টর বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার জানান, “সরিষা ৩ মাস মেয়াদি ফসল। কম খরচ ও পরিশ্রমে চাষ করা যায় এবং এটি কৃষকের জন্য লাভজনক। এ বছর ৭১ হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। গত মৌসুমে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকেরা এবার সরিষা চাষে আগ্রহী হয়েছেন। সরিষা চাষ শুধু কৃষকের জন্য নয়, মাটির উর্বরতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ।”
রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের কৃষক বসু সেখ জানান, “গত বছর ২ বিঘা জমিতে সরিষা চাষ করে প্রতি বিঘায় ১২ মণ ফলন পেয়েছিলাম। এবার ৫ বিঘা জমিতে চাষ করেছি। আশা করছি, এবারও ভালো ফলন এবং বাজারে ভালো দাম পাব।”
তাড়াশ উপজেলার কৃষক আক্তার হোসেন বলেন, “গত বছর ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলাম। এবার ১৩ বিঘা জমিতে সরিষা চাষ করছি। কৃষি বিভাগের দেওয়া প্রণোদনার কারণে খরচ কম হয়েছে। আশা করছি, প্রতি বিঘায় ৬-৭ মণ ফলন পাব।”
সিরাজগঞ্জ সদর উপজেলার রতন কান্দি গ্রামের কৃষক আজাহার আলী জানান, “দীর্ঘদিন সরিষা চাষ করিনি। কিন্তু গত বছরের ভালো দাম পেয়ে আবার চাষ শুরু করেছি। এবার ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছি।”
জেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯০ হাজার হেক্টর। তবে অর্জিত হয়েছে ৮৬ হাজার ৪৬০ হেক্টর। এ মৌসুমে জেলায় ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষকেরা বলছেন, বাজারে সরিষার দাম ৩ হাজার টাকার বেশি থাকলে সরিষা চাষ আরও লাভজনক হয়ে উঠবে। পাশাপাশি সরিষা কাটার পর বোরো ধানের আবাদেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তারা।