কিশোরগঞ্জের ভৈরব মুক্ত দিবস উপলক্ষে আজ জগন্নাথপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ আবু সাঈদের পরিবারের উদ্যোগে এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুকের প্রতিষ্ঠিত রমজানন্নেছা গোলজারুনেছা এতিমখানায় এই আয়োজন সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. লায়লা আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন, ক্যাশিয়ার জামাল হোসেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরু উল্লাহ এবং সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের দৌহিত্র সাইনুর রহমান উৎস, সানজিদ সাঈদ জিয়াদ এবং সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এতিম শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এমন মানবিক উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
