সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য অভিন্ন মানদন্ডের আলোকে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।নভেম্বর / ২০২৪ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করেন।এসময় তিনি সারাদেশে অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার হিসেবে আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় জানান, আমাকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি  কৃতজ্ঞতা জানাচ্ছি  কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি স্যারকে। 

সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারসহ জেলার উর্দ্ধতন পুলিশ অফিসার ও কিশোরগঞ্জ মডেল থানার সকল অফিসার ফোর্সকে যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page