সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবে জন্মদিনের প্রথম প্রহরে ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সফল সমাজ কল্যাণ সম্পাদিকা হাদিয়া রহমান সংগীতা পেয়েছেন। আইনজীবী স্বামী এডভোকেট মোঃ ইমাম হোসেন এর উপহার ১৮ পাউন্ডের একটি কেক একটি রঙিন খামে জন্মদিনে স্ত্রীকে উদ্দেশ্য করে লিখা স্বামী ইমাম হোসেন এর একটি পত্র নতুন টাকা ও দুটি লাল টকটকে গোলাপ। বিয়ের পর স্বামীর সাথে এই প্রথম জন্মদিন পালন করছেন হাদিয়া রহমান সংগীতা। বাংলা টিভির ভৈরব -কুলিয়ারচর প্রতিনিধি সাংবাদিক এম.আর. সোহেল ও রহিমা বেগম দম্পতির একমাত্র মেয়ে হাদিয়া রহমান সংগীতা। জীবনের ২৫ বছর পূর্ণ করলেন বৃহস্পতিবার। ১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর নানু বাড়িতে তার জন্ম। তাঁর স্বামী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন আইনজীবী। কর্মব্যস্থতায় স্বশরীলে স্ত্রী জন্মদিনে উপস্থিত হতে না পারলেও স্ত্রীর প্রতি ভালোবাসার পূর্ণতা এক বিন্দুমাত্র কমতি ছিল না এই আইনজীবী দম্পতির। আর তাই -তো নিজের অর্ধাঙ্গীনির জন্মদিনের প্রথম প্রহরে সূদূর কক্সবাজার থেকে ” অনলাইনের ” মাধ্যমে উপহার পাঠিয়ে দেন আইনজীবী এডভোকেট ইমাম হোসেন। এই আইনজীবী দম্পতির প্রতিনিধিকে জানান, মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরা দুজন এক সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এই বছরের ১৭ ই জানুয়ারি। সকলে দোয়া করবেন সব সময় আমাদের এই সীমাহীন ভালোবাসা বন্ধন যেন চির দিন অটুট থাকে। আইনজীবি ইমাম হোসেন আরো বলেন, খোদা আমাকে আমার জীবনের সবচেয়ে সেরা উপহার দান করেছেন আজকের দিনে আর সেটা হলো আমার স্ত্রী হাদিয়া রহমান সংগীতা। হাদিয়া রহমান সংগীতা ভৈরবের তরুণ কবি ও সাংবাদিক সোহানুর রহমান সোহান এর একমাত্র বড় বোন।