কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেরগাঁও নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডাঙ্গেরগাঁও আশার আলো ক্লাবের আয়োজনে উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেররগাঁও গ্রামে এ খেলা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন করগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম।
করগাঁও বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ঈদু ‘র সভাপতিত্বে ও করগাঁও ফুটবল একাডেমীর সাধারন সম্পাদক, সাবেক কৃতি ফুটবলার হাবিবুর রহমান জালালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,করগাঁও বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই,আম্মাজান রেন্ট এ-কার এর স্বত্বাধিকারী মোঃ আলমগীর খান,ইব্রাহিম মিয়া প্রমুখ।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃরানা, সুজন,জহরলাল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন