সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

জুলাই বিপ্লব: ঘোষণাপত্র নিয়ে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণের ঘোষণা আসার পর জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক চলছে।

বৈঠকে সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম জানিয়েছেন, কর্মসূচি স্থগিতের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

এদিকে সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্র তৈরি করা হবে। এতে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর মতামত অন্তর্ভুক্ত করা হবে।”

প্রেস সচিব আরও জানান, ঘোষণাপত্রটি জনগণের অভিপ্রায় ও ঐক্যের ভিত্তি উপস্থাপন করবে এবং শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page