কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় এক বন কর্মকর্তা এবং ১৬ জন শ্রমিক অপহৃত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নম্বর ব্লকের মোনাফ গার্ডেন এলাকায় চারা রোপণ ও আগাছা পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুষ্কৃতকারীদের একটি দল বন বিভাগের কর্মীদের পাহাড় থেকে অপহরণ করে নিয়ে গেছে।
অপহৃতদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা শ্রমিক। তাদের মধ্যে পরিচিত কয়েকজনের নাম পাওয়া গেছে: আইয়ুব খান (১৮), আনসার উল্লাহ (১৮), আয়াত উল্লাহ (২২), ইসমাইল (৩৫), সৈয়দ আমিন (৩০), সাইফুল ইসলাম (২২), এবং রফিক।
এ ঘটনার পরপরই বন বিভাগ, পুলিশ, এবং স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে নেমেছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি। অপহরণকারীদের চিহ্নিত করতে এবং অপহৃতদের উদ্ধার করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।