সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

বাউফল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি জলিল, সম্পাদক জসিম

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মো. জসিম উদ্দিন।

সোমবার প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড। এ সময় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরন্নবী।

সভাপতি পদে মো. জলিলুর রহমান ২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জিতেন্দ্র নাথ রায় পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন ২৬ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আরেফিন সহিদ পান ১৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান হিরোন ২৬ ভোটে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ সেন্টু পান ১৮ ভোট। এবারের নির্বাচনে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মো. মনজুর মোর্শেদ (নিউ নেশন), মো. কামরুজ্জামান বাচ্চু (জনকণ্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মো. আবু সুফিয়ান (সংগ্রাম) ও কামরুল হাসান (যায়যায় দিন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page