সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে কটিয়াদী উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম নিজেই পৌরসভার বিভিন্ন স্থানে ঘুরে এসব কম্বল বিতরণ করেন।

এ কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ পথচারী ও অসহায় মানুষদের শীত নিবারণের জন্য কম্বল প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে একাধিক সুবিধাভোগী বলেন, “আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীত নিবারণের জন্য কম্বল দেওয়ায় আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, “শীতার্ত মানুষদের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”

স্থানীয়ভাবে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page