সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

কটিয়াদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে “তারুণ্যের উৎসব-২০২৫” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লাহ বাহার, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে আগামী এক মাসব্যাপী নানা কার্যক্রমের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযানসহ তরুণদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম। এ উদ্যোগ নতুন প্রজন্মকে সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আয়োজকরা।

সভায় বক্তব্য রাখেন কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঞা সবুজ এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রাব্বি।

উপস্থিত ব্যক্তিরা উৎসবের সাফল্যের জন্য বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা উপস্থাপন করেন। আয়োজকরা জানান, এটি শুধু একটি উৎসব নয়, বরং নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম এবং উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি গড়ার প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page