সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন

কটিয়াদীতে যুবলীগের নেতার বিরুদ্ধে প্রতিপক্ষকে গাছে বেঁধে মারপিটের অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন শাকিলের বিরুদ্ধে শুখন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে কটিয়াদী পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী শুখন মিয়া বাদী হয়ে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলসহ ৪ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের সাথে প্রতিবেশি শুখন মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে রবিবার সকালে শাকিল তার লোকজন নিয়ে শুখন মিয়ার বসত ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় শুখন মিয়াকে ধরে নিয়ে বাড়ির পাশে একটি গাছে বেঁধে এলোপাথারি মারপিট করে। শুখনকে তাদের মারপিট থেকে বাঁচাতে তার স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।

যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল শুখনকে মারপিটের কথা অস্বীকার করে বলেন, শুখনের বাবা শমসু মিয়া আমার চাচার নিকট ২০ শতাংশ জমি বিক্রি করেছিল। ৫ আগষ্টের পর শুখন এ জমিটি তার বলে দখলের পায়তারা চালায়। তাকে গাছের সাথে বেঁধে মারপিট করা ও ভাঙচুর-লুটপাটের কোন ঘটনা ঘটেনি। বরং আমরা তার দ্বারা হয়রানির শিকার হচ্ছি।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা শাকিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page