বিপিএল ১১তম আসরে শক্তিশালী দল গড়েও প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুরের কাছে ৪০ রানে হেরে আসর শুরু করেছে তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। ইফতেখার আহমেদ ও সাইফ হাসানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে রংপুর।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ইনিংস থেমে যায় ১৫১ রানে। ইনিংসের শুরুটা ভালো হলেও মধ্য ও শেষভাগে ব্যাটারদের ব্যর্থতায় বিপাকে পড়ে দলটি।
ঢাকার হয়ে ওপেনিং করেন লিটন দাস ও তানজিদ হাসান। তারা সাত ওভারে ৬৩ রানের জুটি গড়েন। তবে শেখ মাহেদীর বলে ২১ বলে ৩০ রান করে তানজিদ সাজঘরে ফিরলে ঢাকার পতনের শুরু হয়।
তানজিদের বিদায়ের পর একই ওভারে ৬ রানে বিদায় নেন হাবিবুর রহমান। এরপর লিটন ২৭ বলে ৩১ রান করে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ তুলে দেন। একে একে বিদায় নেন ফারমানউল্লাহ শাফি (১), থিসারা পেরেরা (২১), আলাউদ্দিন বাবু (১), আমির হামজা (০), ও স্টিভেন এসকেনাজি (১৭)।
মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলামের শেষ দিকে লড়াই সত্ত্বেও ঢাকার ইনিংস শেষ হয় ১৫১ রানে।
রংপুরের হয়ে শেখ মাহেদী হাসান দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেন। এ জয়ে রংপুর বিপিএল যাত্রা শুরু করলো দুর্দান্তভাবে।