রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সচিবালয়ে অগ্নিকাণ্ড: নাশকতার কোনো প্রমাণ মেলেনি, বৈদ্যুতিক ত্রুটিই কারণ

নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন তদন্ত কমিটি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এ তথ্য জানান।

ড. মাকসুদ হেলালী জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “আগুনের মূল উৎস একটাই ছিল, তবে টানেলের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। ফলে ছয়তলা পুরোপুরি নেভানোর আগে সাততলায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দুই জায়গায় আগুন দেখা গেলেও এটি ইন্টারকানেক্টেড ছিল।”

বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল জানান, “ডগ স্কোয়াডসহ বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। কিন্তু কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, “সচিবালয়ের ইন্টেরিয়র ডিজাইনের উপকরণগুলো আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ ছিল। পাশাপাশি, অগ্নি-নির্বাপণ ব্যবস্থার ঘাটতিও আগুন নিয়ন্ত্রণে বিলম্ব করেছে।”

সচিবালয়ের অগ্নি-নির্বাপণ ব্যবস্থার ঘাটতি:
তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে অগ্নি-নির্বাপণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page