সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

মানিকখালী বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জুয়েল,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী মানিকখালী বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী মানিকখালী রেলস্টেশন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত ১৩ সদস্যের কমিটি শপথ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল হক উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আযাহারুল হক রানা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জজকোর্টের এপিপি ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক।

এছাড়া উপস্থিত ছিলেন বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, কটিয়াদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মো. মোনায়েম হোসেন, চান্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বুলবুল হোসেন ভূঁইয়া, এবং চান্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ইমাম হোসেন দুলাল, সহ-সভাপতি মো. ওবায়দুল হক, সাধারণ সম্পাদক শাহ মো. শাহানশাহ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান খান, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো. মিলন মিয়া, দপ্তর সম্পাদক মো. আবেদ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জিল্লুর রহমান এবং প্রচার সম্পাদক মো. কামাল মিয়া। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাসেল মিয়া, মো. আলম মিয়া, এবং মো. জয়নাল আবেদীন রেজভী।

নবনির্বাচিত কমিটি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং বাজারের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page