খসরু মিয়া,বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক,কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সৈয়দ এহসানুল হুদার পিতা মরহুম সৈয়দ সিরাজুল হুদার ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ জানুয়ারি বিকেলে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয় দলের ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় এডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা মরহুম সৈয়দ সিরাজুল হুদার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
তিনি দিলালপুর ইউনিয়নে চেয়ারম্যান থাকাকালীন উন্নয়ন কর্মকান্ডসহ জাতীয় রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসলে উদ্দিন মাখন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফ্রিডম সোহেল, বাজিতপুর সরকারি কলেজের সাবেক জিএস নূরে আলম দিপু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীরুল খান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রনি ভূইয়া, বলিয়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়া, পৌর কৃষক দলের সভাপতি সোহেল মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মবিন খান, বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লোকমান, বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য তারেক আহমেদ ভূঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।