অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি নির্বাচিত হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ২৪ টিভির সাংবাদিক সুমন সিকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির এম জে জুয়েল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও অভিজ্ঞ সাংবাদিকরা দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকাপোস্টের প্রতিনিধি আমিনুল ইসলাম।
নতুন কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার সুরক্ষায় কাজ করার অঙ্গীকার করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকদের অংশগ্রহণ এবং গণমাধ্যমে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।